স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : ফের গুয়াহাটি থেকে ত্রিপুরাতে প্রবেশের সময় অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক দেড় কোটি টাকা মূল্যের নেশার সিরাপ। গুয়াহাটি থেকে ত্রিপুরাতে প্রবেশের সময় চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে পুলিশের হাতে আটক দেড় কোটি টাকা মূল্যের নেশার এসকাফ সিরাপ।
TR-01AR-1730 নাম্বারের গাড়িটি চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে। পরে গাড়িটিতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ১০৫ কার্টুনে মোট ৩১ হাজার ৬৮০ বোতল এসকাফ সিরাপ। পুলিশ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হলেও গাড়ির চালককে আটক করতে ব্যর্থ হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়।