স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট :ভারতবর্ষে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন এবং অরবিন্দ সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস, ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘ প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর অলক রায় এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সহ এলাকার বিশিষ্ট জনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, তিনি বলেন এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষের প্রয়োজনীয়তা রয়েছে। এ ধরনের কর্মসূচি যাতে আগামী দিনে ও অনুষ্ঠিত করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তার জন্য আহ্বান জানান মেয়র।