Sunday, October 1, 2023
বাড়িরাজ্যহেরোইন সহ আটক ১

হেরোইন সহ আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮.৯ গ্ৰাম হেরোইন আটক করল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে টানা তিন ঘন্টা অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ হেরোইন গুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশ জানায়, অমরপুর টাউন শংকরপল্লী এলাকার পিন্টু দাসের বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন মজুত ছিল।

এই খবরের উপর ভিত্তি করে অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাস পুলিশ ও টি এস আর নিয়ে পিন্টু দাসের বাড়িতে তল্লাশি চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। তবে পুলিশ পিন্টুর সহযোগী বাপ্পী দেবনাথকে ৮.৯ গ্ৰাম হেরোইন সহ পাকড়াও করে থানায় নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরো ৫৮৮ টি খালি কৌটাও উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা হবে। তবে খবর লেখা পর্যন্ত পুলিশ মূল অভিযুক্তকে জালে তুলতে পারেনি। ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য