স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : বিশালগড় গকুলনগর নগর কলেজ রোড সংস্কারের জন্য মজুত করে রাখা পাথর চুরি করে বড়সড় আইনি গ্যাঁড়াকল থেকে অল্পের জন্য বাচলেন এলাকারই বাসিন্দা সুজিত দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় গকুলনগর কলেজ রোড সংস্কার করার জন্য পাথর মজুত করা হয়েছিল।
কিন্তু এলাকার বাসিন্দা সুজিত দেবনাথ সেই পাথর গাড়ি করে নিজ বাড়িতে নিয়ে চলে যায় ব্যক্তিগত কাজের জন্য। ঘটনার খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা পুলিশ নিয়ে সুজিত দেবনাথের বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা চুরি যাওয়া পাথরের হদিশ পান।
এক প্রশাসনিক আধিকারিক জানান সুজিত দেবনাথ নিজেও এই পাথর চুরির বিষয়ে স্বীকার করেছে। সে নিজের ভুল স্বীকার করেছে। এবং পুনঃরায় নিজ উদ্যোগে আগের জায়গায় পাথর গুলি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও জানান সুজিত দেবনাথ অসহায়, সে নিজের ভুল স্বীকার করেছে। তাই আপাতত তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। আইনি কোন ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে না।