স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : কমলাসাগর স্থিত কসবেশ্বরী মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর। সোমবার দুপুরে কসবেশ্বরী মন্দির পরিদর্শনে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি পরিদর্শনে গিয়ে পর্যটন দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন। তারপর তিনি জানান, কসবেশ্বরী মন্দির নতুন রূপে সাজিয়ে তুলতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ১৭ কোটি ৬৬ লক্ষ আর্থিক সহায়তা করবে। ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তর একটি বিশেষ ভূমিকা ও পরিকল্পনা গ্রহণ করেছে।
ইতিমধ্যেই এই মন্দিরকে কিভাবে সাজিয়ে তোলা হবে তার রূপরেখা তৈরির কাজ শুরু করা হয়েছে। মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য যে কাজ শুরু হবে সেই কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত এদিন অবগত হন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দ্রুত এই কাজ সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেন মন্ত্রী। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার মন্দিরটি নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কারণ প্রতিদিন শত শত দর্শণার্থী এই মন্দিরে আসেন। রাজ্যবাসীর এক আবেগ জড়িত এই মন্দির। তাই সরকারের এই পরিকল্পনা বলে জানা যায়। মন্ত্রীর সাথে এদিন পরিদর্শনে ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকার, জেলা পুলিশ সুপার সহ পর্যটন দপ্তরের অন্যান্য আধিকারিক।