Saturday, September 30, 2023
বাড়িরাজ্যজিবি হাসপাতলে সার্জিক্যাল ক্যাম্প, উপস্থিত প্রতিমা

জিবি হাসপাতলে সার্জিক্যাল ক্যাম্প, উপস্থিত প্রতিমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : শনিবার জিবি হাসপাতালে অনুষ্ঠিত হল সার্জিক্যাল ক্যাম্প। বহুদিন ধরে অপেক্ষারত রোগীদের এদিন অপারেশন করা হয় জিবি হাসপাতালে। গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মরত সনামধন্য সার্জনরা গত দুদিনে রোগীদের সেবায় এগিয়ে এসেছেন। ৫১ জনের অপারেশন সফলভাবে করা হয় দুদিনে।

তাদের প্রত্যেককে তথা ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক। আগামীদিনে রাজ্যবাসীর স্বার্থে জিবি হাসপাতালে আরো উন্নত পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে সকলে মিলে একযোগে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি এই দিন তিনি হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের কাছ থেকেও পরিষেবার বিষয় খোঁজখবর নেন। ঘুরে দেখেন হাসপাতালের পরিষেবা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য