স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস হল মহরম। এটি বছরের চারটি পবিত্র মাসের একটি যেখানে যুদ্ধ নিষিদ্ধ।
রমজানের পর এটিকে দ্বিতীয় পবিত্রতম মাস হিসেবে ধরা হয় । মুসলিম সম্প্রদায় মহররমকে তীব্র শোকের সময় বলে মনে করে। প্রতিবছর সাড়া বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও দিন্তি উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন বর্ডার গোল চক্কর এলাকা থেকে তারা মিছিল বের করে নিয়ম মেনেই। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।