Saturday, September 30, 2023
বাড়িরাজ্যঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উদযাপন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই :প্রতিবছরের মত শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করল এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩ তম প্রয়ান দিবস ছিল।

 রাজধানীর বটতলা এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এ আই ডি এস ও-র রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার, এ আই ডি ওয়াই ও-র রাজ্য সভাপতি ভবতোষ দে এবং এ আই এম এস এস -র রাজ্য সম্পাদক শেফালী দেবনাথ। অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এ আই ডি এস ও -র রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার। তিনি বলেন, দেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সরকারই শিক্ষা বিস্তারে বড় মনীষীদের শিক্ষা চিন্তাকে ছাত্র স্বার্থে প্রনয়ন করেনি। বরং ছাত্র স্বার্থ বিরোধী শিক্ষানীতি প্রণয়ন করে আসছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ ছাত্র স্বার্থ পরিপন্থী। ছাত্র স্বার্থ রক্ষার দাবিতে ছাত্র – শিক্ষক – অভিভাবক সহ সকল সংগঠন গুলোকে আন্দোলন করার আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য