স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : এম বি বি বিমানবন্দরে মোটা অংকের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়ার পেছনে শাসকদলের বড়সড়ো নেটওয়ার্ক কাজ করছে বলে দীর্ঘদিনের অভিযোগ। আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পাওয়ার পর নতুন টার্মিনাল ভবনে পর্যাপ্ত পরিমাণে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর নিয়োগ প্রক্রিয়ায় থাবা বসিয়ে রেখেছেন শাসক দলের মহারথীরা।
এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়ে আছে। এবার নিয়োগের মিথ্যা অভিযোগে ছিনাইহানী এলাকায় বিমানবন্দরের এক মহিলা কর্মীর উপর প্রমীলা বাহিনীর হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ঘটনা শুক্রবার রাতে এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানী এলাকার বিভা তাঁতী বণিক নামে এক মহিলার বাড়িতে গিয়ে প্রমিলা বাহিনী প্রাণঘাতী হামলা করে বলে অভিযোগ।
পরবর্তী সময়ে আক্রান্ত মহিলা বড়জলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ককে বিষয়টি অবগত করেন। আক্রান্ত মহিলা এম বি বি বিমান বন্দরে হাউসকিপিং সুপারভাইজার পদে কর্মরত। অভিযুক্তরা শিখা কর, সবিতা বৈশ্য, রত্না দেব, পূর্ণিমা চৌধুরী, রত্না চৌধুরী, অনিমা কর্মকার, রাখি বৈশ্য। আক্রান্ত মহিলা আরো জানান, অভিযুক্ত মহিলাদের দাবি তিনি নাকি বাঁকা পথে বিমানবন্দরে ২৪ জন কর্মী নিয়োগের সহযোগিতা করেছেন। কিন্তু কোন কর্মী নিয়োগ হয়নি বলে দাবি করেন আক্রান্ত মহিলা। তবে আক্রান্ত মহিলার নেটওয়ার্ক এলাকার গ্রাম প্রধান, ভারতরত্ন ক্লাবের সদস্য, বড়জলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি মুকুল রায়, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ বহু নেতৃত্বকে সঙ্গে সঙ্গেই ঘটনার বিষয় অবগত করেছেন। তবে এদিন আক্রান্ত মহিলা স্বীকার করেছেন মন্ডল থেকে লোক পাঠালে বিমানবন্দরে বাঁকা পথে নিয়োগ করা হয়। তবে এখন দেখার বিষয় এত বড় নেটওয়ার্কের সমস্যা পুলিশ সমাধান করতে পারে কিনা। তবে এয়ারপোর্ট থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।