স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : বহু ছাত্রছাত্রী সাধারণ ড্রিগ্রী কলেজগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ তুলে আবারো ময়দানে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ। বুধবার রাজধানীর অফিস লেন স্থিত শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয়। উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা রাজেশ ভট্টাচার্যের কাছে ডেপুটেশন প্রদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি প্রতিনিধি দল।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা জানান, রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রী কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কলেজ গুলোর মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে রাজ্যের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারছেন না। যারা কলেজে ভর্তি হতে পারছে না তাদের অবিলম্বে কলেজে ভর্তি করার ব্যবস্থা করার জন্য দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান। এদিন প্রতিনিধি দলের সাথে ছিলেন কলেজে ভর্তি হতে না পারা বহু ছাত্রছাত্রী। কিন্তু প্রশ্ন হল যেখানে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন সমস্ত ছাত্রছাত্রী কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তাহলে এ ধরনের দুর্ভোগ কেন পোহাতে হচ্ছে ছাত্রছাত্রীদের?