স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : ভারতের কমিউনিস্ট পার্টি তথা সিপিআই -র জাতীয় পরিষদের ডাকে মঙ্গলবার সারা দেশে ‘মনিপুর সংহতি দিবস’ পালন করা হয়। এই আহ্বানে সারা দিয়ে মঙ্গলবার রাজধানী আগরতলাতেও মনিপুর সংহতি দিবস পালন করে সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ। পার্টি রাজ্য দপ্তর জুনু দাস ভবনের সামনে ফ্ল্যাগ ফেস্টুন হাতে সিপিআই কর্মীসমর্থকরা
এদিনকার এই সংহতি দিবস থেকে জোরালো আওয়াজ তুলেন মণিপুরে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মুখমন্ত্রী বীরেন সিং কে পদত্যাগ করতে হবে, সংসদে মনিপুর নিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে হবে এবং সংসদে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। এই সংহতি দিবসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিপিআই রাজ্য সম্পাদক ডাঃযুধিষ্টির দাস, সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য এবং সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কৃষক নেতা রাসবিহারী ঘোষ। আজকের সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, জয়া বিশ্বাস, সিপিআই নেতা মনোরঞ্জন ত্রিপুরা, বিভাস ভট্টাচার্যী সহ অন্যান্যরা।