স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : ত্রিপুরার শিল্প শিক্ষাঙ্গনে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ত্রিপুরা আর্ট সোসাইটি কর্মকর্তারা। তারা এদিন অভিযোগ করেন, সি এফ এ সি সংস্থাকে ভুঁইফোড় বলে দাবি করে তারা অভিযোগ করেন, এই প্রতারক ব্যবসার সঙ্গে ত্রিপুরার কিছু ছেলে- মেয়েরাও জড়িত।
প্রতারক চক্র সততার সুযোগ নিচ্ছে।গ্লোভাল ইউনিভার্সিটির নাম দিয়ে একটি স্নগস্থাও প্রতারনা করছে। এনিয়ে তারা এদিন লোকজনকে সতর্ক করেন। পশ্চিম বাংলায় সাংস্কৃতিক- অর্থনৈতিক বিপর্যয় ঘটছে বলে দাবি করে ত্রিপুরা আর্ট সোসাইটি কর্মকর্তারা বলেন,এজন্যই ভুঁইফোড় সংস্থা গুলি ত্রিপুরাকে টার্গেট করেছে। তারা রাজ্য ও কেন্দ্রের সরকারের কাছে আবেদন রাখেন এদিকে দৃষ্টি দেওয়ার। নয়তো এই জালিয়াত চক্র আরও বিস্তৃত হবে।