Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যপ্রতারক চক্র নিয়ে সাংবাদিক সম্মেলন আর্ট সোসাইটির

প্রতারক চক্র নিয়ে সাংবাদিক সম্মেলন আর্ট সোসাইটির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : ত্রিপুরার শিল্প শিক্ষাঙ্গনে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ত্রিপুরা আর্ট সোসাইটি কর্মকর্তারা। তারা এদিন অভিযোগ করেন,  সি এফ এ সি সংস্থাকে ভুঁইফোড় বলে দাবি করে তারা অভিযোগ করেন, এই প্রতারক ব্যবসার সঙ্গে ত্রিপুরার কিছু ছেলে- মেয়েরাও জড়িত।

প্রতারক চক্র সততার সুযোগ নিচ্ছে।গ্লোভাল ইউনিভার্সিটির নাম দিয়ে একটি স্নগস্থাও প্রতারনা করছে। এনিয়ে তারা এদিন লোকজনকে সতর্ক করেন। পশ্চিম বাংলায় সাংস্কৃতিক- অর্থনৈতিক বিপর্যয় ঘটছে বলে দাবি করে ত্রিপুরা আর্ট সোসাইটি কর্মকর্তারা বলেন,এজন্যই ভুঁইফোড় সংস্থা গুলি ত্রিপুরাকে টার্গেট করেছে। তারা রাজ্য ও কেন্দ্রের সরকারের কাছে আবেদন রাখেন এদিকে দৃষ্টি দেওয়ার। নয়তো এই জালিয়াত চক্র আরও বিস্তৃত হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য