স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : বন্দুক দেখিয়ে টাকা পয়সা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার বিলোনিয়া শ্রীরামপুরের তপন দাস নামে এক ব্যক্তি। তার কাছ থেকে উদ্ধার হয় গাঁদা বন্দুকটি। ঘটনায় বিবরণে জানা যায়, সোমবার ইকবাল হোসেন এবং সাইফুল মিয়া নামে যে ব্যক্তি শ্রীরামপুরের তপন দাস নামে এক ব্যক্তির বাড়িতে পুরনো বাইক কিনতে যায়।
তখন তপন দাস ঘর থেকে বন্দুক বের করে যুবককে টাকা দেওয়ার জন্য হুমকি দেয়। তখন সেখান থেকে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও অপর ব্যক্তি কাছ থেকে সাড়ে সাত হাজার ছিনিয়ে নিয়ে যায় তপন দাস। পরবর্তী সময় সাইফুল মিয়া এবং ইকবাল হোসেন থানায় মামলা দায়ের করেন। মামলা হাতে নিয়ে তদন্তে নেমে শ্রীরামপুর পুলিশ অভিযুক্ত তপন দাসকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে পুলিশ। জানা যায় পুলিশ তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করবে সে কতদিন ধরে বন্ধু দেখিয়ে মানুষকে হুমকি-ধমকি দিয়ে এ ধরনের অপকর্ম করে চলেছে। এবং পূর্বে এই বন্দুক দিয়ে কোন ধরনের অপরাধমূলক ঘটনা করেছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ।