Saturday, September 30, 2023
বাড়িরাজ্যচুরি যাওয়া ২৫ টি মোবাইল উদ্ধার

চুরি যাওয়া ২৫ টি মোবাইল উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : চুরি যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য অর্জন করতে পারলেও ব্যর্থতার পরিচয় দিয়েছে চোর ধরতে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পরবর্তী সময় সাংবাদিকদের ডেকে নিয়ে ফটো সেশন করল ব্যর্থ পুলিশ আধিকারিক সহ থানার অন্যান্য অফিসাররা। আর এটাই হয়েছে রবিবার সকালে পশ্চিম আগরতলা থানায়।

থানার ওসি জানান, চুরি যাওয়া ২৫ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পশ্চিম আগরতলা থানার পুলিশ। মোবাইলগুলি বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যায়। পরে মোবাইলের মালিকরা থানায় মিসিং ডায়েরি করেন। থানায় মিসিং ডায়েরি করার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে মোবাইল নাম্বারের সুত্র ধরে বিভিন্ন স্থান থেকে মোবাইল গুলি উদ্ধার করে। এইদিন পশ্চিম আগরতলা থানায় প্রকৃত মালিকদের ডেকে নিয়ে গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল গুলি। পশ্চিম আগরতলা থানার ওসি আরো জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই মোবাইল গুলি উদ্ধার করা হয়েছে। মোবাইল উদ্ধার হলেও অনেক সময় কাউকে আটক করা সম্ভব হয়না। কারন যার কাছে মোবাইল পাওয়া যায় দেখা যায় সে মোবাইলটি অন্য কারো কাছ থেকে ক্রয় করেছে। উদ্ধার হওয়া ২৫ টি মোবাইলের মধ্যে ২ টি মোবাইল বিহার থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য