Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যযুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ হোটেলে মালিকের বিরুদ্ধে

যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ হোটেলে মালিকের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : বহিঃরাজ্যের এক যুবককে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর সহ পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল এক হোটেল মালিকের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায় বিহার হাজীপুরের কুন্দন কুমার নামে এক যুবক বিশালগড় চা বাগান সংলগ্ন গোবিন্দ দাসের হোটেলে গত দুই আড়াই মাস ধরে কাজ করছিল।

 গত পাঁচ দিন আগে এই যুবক বাড়িতে যাওয়ার জন্য তার মালিক গোবিন্দ দাসের কাছে টাকা চাইলে হোটেলের মালিক গোবিন্দ দাস তার বাড়িতে নিয়ে গিয়ে বসিরহাটের এই যুবকটিকে ঘরে আটক করে রাখে। গত তিনদিন ধরে প্রতারক মারধর করছে বলে অভিযোগ। শুধু তাই নয় এই যুবকটিকে তিনদিন ধরে কোন খাবার পর্যন্ত দেয়নি। এমনকি ওই যুবকটির কাছ থেকে হোটেল মালিক গোবিন্দ দাস পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অবশেষে রবিবার ভোর হতেই ওই যুবকটি গোবিন্দ দাসের বাড়ি থেকে কোনরকম ভাবে পালিয়ে কাঞ্চনমালা হয়ে সেকেরকোট চা বাগান স্থিত অটো স্ট্যান্ডে আসলে অটো ড্রাইভারদের সন্দেহ হলে যুবকটিকে জিজ্ঞাসা করলে সে সম্পূর্ণ ঘটনা জানায়। পরে অটো শ্রমিকরা বিষয়টি পশ্চিম জেলার পুলিশ সুপার সহ আমতলী থানায় জানালে সেখান থেকে বিশালগড় থানার পুলিশের সাথে যোগাযোগ করা হয়। বিশালগড় থানার পুলিশ যুবকটিকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায়।  পুলিশ সূত্রে জানা গেছে হোটেল মালিক গোবিন্দ দাসের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বহিঃরাজ্যের যুবকটিকে তার বাড়িতে পৌঁছানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য