Sunday, September 8, 2024
বাড়িরাজ্যরোগ নির্ণয় শিবিরের আয়োজন

রোগ নির্ণয় শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : রবিবার জাতীয় স্বাস্থ্য মিশন ও মা উষা চ্যারিটেবল ট্রাস্ট ডাইবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ে একটি সচেতনতা শিবির এবং রোগ নির্ণয় শিবিরের আয়োজন করে। রাজধানীর জয়নগর এলাকার এক কনফারেন্স হলে এই শিবির অনুষ্ঠিত হয়।

এইদিনের শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মা ঊষা চেরিটেবল ট্রাস্টের পক্ষে সুশান্ত রায় সহ অন্যান্যরা। শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন আগরতলা শহরে ডায়াবেটিস আক্রান্ত বহু রোগী রয়েছে। তাদেরতকে সংযত থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য