স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : বন্ধ হয়ে আছে এমপি ডব্লিউ পদে শূন্য পদ পূরণ। রাজ্যের স্বাস্থ্যকেন্দ্র গুলিতে এম পি ডব্লিউ পদ খালি পড়ে থাকলেও নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। শূন্যপদ পূরণের দাবিতে ক্রমাগত দাবি জানিয়ে আসছেন প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। অভিযোগ ২০১৭ সালের পর থেকে কোন নিয়োগ নেই।
২০১৭ সালের সেপ্টেম্বরে যে বিজ্ঞপ্তি নিয়োগের জন্য দেওয়া হয়েছিল, সরকার পরিবর্তনের পর তা বাতিল করা হলেও এর পরে আর কোন নিয়োগ করা হয়নি। এই অবস্থায় রবিবার অল ত্রিপুরা আনএমপ্লয়েড এম পি ডব্লিউ- র তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। সংগঠনের তরফে পরিতোষ দাস জানান, রাজ্য সরকার কোন উদ্যোগ গ্রহণ করছে না নিয়োগের। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এম পি ডব্লিউ যাতে নয়গ করেন। রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র গুলিতে এ এন এম- এম পি ডব্লিউ নিয়োগ করা হয়।