Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমনিপুরের ঘটনার প্রতিবাদে রাজ্যে বিক্ষোভ সি পি আই -র

মনিপুরের ঘটনার প্রতিবাদে রাজ্যে বিক্ষোভ সি পি আই -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : মণিপুরে দুই কুকি মহিলাকে প্রকাশ্যে রাস্তায় বিবস্ত্র করে হাঁটানো এবং তাদের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে সি.পি.আই,  এন.এফ.আই.ডাব্লিউ, এ.আই.ওয়াই.এফ – এর ডাকে এক মৌন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য, ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি, মহিলা ফেডারেশনের রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস সহ অন্যান্যরা।

সাংবাদিক মুখোমুখি হয়ে সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য বলেন, মণিপুরে এই ভয়াবহ দাঙ্গার জন্য সম্পূর্ণ ভাবে সেই রাজ্যের রাজ্য সরকারের মদত রয়েছে। দুই মাস আগে দুই কুকি মহিলার উপর এই ভয়াবহ নির্যাতন হয়েছে তা পুলিশ এবং রাজ্য প্রশাসন জানতো, কিন্তু অপরাধীদের ধরতে কোনো পদক্ষেপ নেয় নি পুলিশ। গত বৃহস্পতিবার এই নির্যাতনের ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যা সারা দেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মাথা হেট করে দিয়েছে। তিনি আরো বলেন, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর ৭৯ দিন সময় লেগেছে। মনিপুরের রাজ্য সরকারকে এখনই বরখাস্ত করার দাবি জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য