Monday, January 13, 2025
বাড়িরাজ্যপ্রয়াত বাম বিধায়ক সামসুল হকের স্মরণ সভা

প্রয়াত বাম বিধায়ক সামসুল হকের স্মরণ সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : মানুষের মধ্যে থেকে মানুষকে সঙ্গে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে মূল লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছানো সম্ভব। সমাজ পরিবর্তনের সংগ্রামে সুবিধাবাদের কোন সুযোগ নেই। প্রয়াত বাম বিধায়ক সামসুল হকের স্মরণ সভায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্সনগর কেন্দ্রের বিধায়ক সামসুল হক সম্প্রতি প্রয়াত হয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে।

শনিবার প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিএম রাজ্য কমিটির তরফে হয় স্মরণ সভা। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে হয় স্মরণ সভা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও সিপিএম নেতা তথা কৃষকসভার সর্বভারতীয় নেতা হান্নান মোল্লা, দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সুব্রত চক্রবর্তী সহ প্রয়াতের পরিবারের সদস্য। সামসুল হকের স্মৃতিচারনা করতে গিয়ে মানিক সরকার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন,সামসুল তার কথা ও কাজের মধ্য দিয়ে আমাদের মধ্যে আছেন এবং তার অসম্পূর্ণ কাজ সম্পাদন করার জন্যে ভুমিকা নিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য