Saturday, July 27, 2024
বাড়িরাজ্যভুয়া পিআরটিসি -র বিরুদ্ধে এন.এস.ইউ.আই -র মামলা

ভুয়া পিআরটিসি -র বিরুদ্ধে এন.এস.ইউ.আই -র মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনে এস.এস.সি পরীক্ষার মাধ্যমে সাত শতাধিক জিডি নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারপর থেকে বেকার মহলে অভিযোগ বহিঃরাজ্যের কিছু যুবক ত্রিপুরায় বাঁকা পথে পি.আর.টি.সি বের করে রাজ্যের শূন্যপদ গুলি দখল করার চেষ্টা করছে। এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে এন এস ইউ আই।

 শনিবার এন.এস.ইউ.আই -র পক্ষ থেকে ভুয়া পি.আর.টি.সি তৈরি করে দেওয়ার দালালদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা করা হয়। এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়ের বক্তব্য, বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে পি.আর.টি.সি বাধ্যতামূলক করেছে সরকার। বহিঃরাজ্যের বেকারদের জন্য বন্ধ হয়ে গেছে রাজ্যের বেকারদের জন্য নির্দিষ্ট ভাবে থাকা শূন্যপদে অংশগ্রহণ করার সুযোগ। ফলে বহিঃরাজ্যের বেকাররা জালিয়াতির আশ্রয় নিচ্ছে। অর্থের বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখন মিলছে ভুয়া পি.আর.টি.সি। এই রকম কিছু ঘটনা সামনে উঠে আসায় প্রায় ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে এন এস ইউ আই। এরকম জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পশ্চিম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। কঠোর শাস্তির দাবি জানায় এন এস ইউ আই।   পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে দীর্ঘক্ষণ থানায় চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য