স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৭ জন। আহত বহু। ঘটনা বাংলাদেশের ঝালকাঠিতে। চলছে উদ্ধারের কাজ। জানা যায়, শনিবার একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে মৃত্যু হয় ১৭ জনের।
আহত হয় বহু মানুষ। এই খবরটি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি। তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় ১৭ জন ভর্তি আছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। ভান্ডারিয়া ও ঝালকাঠি বাস মালিক সমিতিতে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, ৪০ জনের মত যাত্রী নিয়ে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসে বাসটি। শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশের ঝালকাঠির ধানসিড়ি ইউনিয়নের ছত্রকন্দা নামক এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।