Tuesday, July 29, 2025
বাড়িরাজ্যবারাণসীতে ত্রিপুরার আনারসসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত 

বারাণসীতে ত্রিপুরার আনারসসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত 

বারাণসী, ২১ জুলাই: ত্রিপুরার ক্যুইন প্রজাতির আনারসের প্রচারে উত্তরপ্রদেশের বারাণসীতে শুক্রবার অনুষ্ঠিত হল ‘বারাণসীতে ত্রিপুরার প্রদর্শনী’| যেখানে ক্যুইন আনারসের পাশাপাশি আর কিছু কৃষি ও উদ্যানজাত সামগ্রী, হস্তকারু ও হস্ততাঁতের জিনিসপত্র, রাবার ও বাঁশের বিভিন্ন পণ্যেরও প্রদর্শনী হয়েছে| যে আয়োজনের প্রধান অতিথি ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ|

তিনি ত্রিপুরার স্থানীয় বিভিন্ন পণ্য ও কারিগরদের তৈরি নানা সামগ্রীর প্রচার ও প্রসারে রাজ্য সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, এই বিপুল সম্ভারকে গোটা বিশ্বের সামনে তুলে ধরার প্রচেষ্টা থেকেই এই উদ্যোগ| রাজ্য সরকার উদ্ভাবনা, খাদ্য প্রক্রিয়াকরণ এবং এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পের প্রচার করছে| একই সঙ্গে পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও চলছে নানা কাজ|  

অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল, বারাণসীর মেয়র অশোক তিওয়ারি, ত্রিপুরার কৃষি সচিব অপূর্ব রায়, পর্যটন সচিব ইউ.কে. চাকমা, নেরাম্যাকের ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত কমান্ডার রাজীব অশোক সহ অন্যরা উপস্থিত ছিলেন| ত্রিপুরার বাইরে এই উদ্যোগে বারাণসীকে বেছে নেওয়া নিয়ে নেরাম্যাকের এম.ডি. বলেছেন, বারাণসীর সাংস্কৃতিক ঐতিহ্য, এখানকার হস্ততাঁত ও হস্তকারু শিল্পের বৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনার কথা ভেবেই আয়োজন হয়েছে এই প্রদর্শনীর|    

 ত্রিপুরার কৃষি, উদ্যানবিদ্যা, জনজাতি কল্যাণ, বন, শিল্প, পর্যটন দফতরগুলোর উদ্যোগেই হয়েছে এই উপস্থাপনা| যেখানে প্রদর্শনীর পাশাপাশি ক্রেতা-বিক্রেতা সম্মেলনেরও আয়োজন হয়েছিল| সংশ্লিষ্ট ক্ষেত্রের অর্ধ-শতাধিক ক্রেতা এতে অংশগ্রহণ করেন| যাদের সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরার বাণিজ্যিক সংযুক্তির সম্ভাবনা প্রবল বলেই ধারণা করা হচ্ছে|

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!