স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তানভীর হোসেন নামে এক কিশোরের। মৃত কিশোরের বয়স আনুমানিক ১০ বছর। ঘটনা শুক্রবার দুপুরে উদয়পুরের খিল পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এলাকার অন্যান্য কিশোরদের সাথে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায় তানভীর হোসেন। পুকুরের জলে স্নান করার সময় তানভীর জলে ডুবে যায়। সাথে সাথে তানভীরের সাথে থাকা কিশোররা বাড়িতে ছুটে গিয়ে ঘটনার বিষয়ে জানায়।
এলাকার লোকজন তানভীরের সন্ধ্যানে পুকুরের জলে তল্লাসি শুরু করে। আনুমানিক ২০ মিনিট পর তানভীরকে পুকুরের জলে খুজে পায় এলাকার লোকজন। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তানভীরকে মৃত বলে ঘোষণা করে দেন। তানভীরের মৃত্যুতে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পরে তার মা-বাবা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।