স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই: বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শামসুল হকের অকাল প্রয়াণে স্থগিত রাখা হয়েছে রাজ্য ভিত্তিক বনমহোৎসব। বুধবার ধর্মনগরের বি.বি.আই মাঠে রাজ্যভিত্তিক বন মহোৎসবের আয়োজন করা হয়।
বনমহোৎসবের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। সেই মোতাবেক বুধবার সকালে যথারীতি ধর্মনগরে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। কিন্তু বক্সনগরের বিধায়ক সামসুল হকের অকাল প্রয়াণে সকল সরকারি অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়। তাই ধর্মনগর পৌঁছালেও রাজ্য ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠান মঞ্চে যান নি মুখ্যমন্ত্রী। রাজ্য ভিত্তিক বন মহোৎসব আপাতত স্থগিত রাখা হয়।