স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ উদয়পুর শালগড়া এলাকায় জোতা ব্যবসায়ী মহাদেব সাহার সঙ্গে কোন একটি বিষয় নিয়ে সবজি আরতদার প্রদীপ বিশ্বাস ও সুব্রত বিশ্বাসের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এনিয়ে স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে বুঝিয়ে এখান থেকে চলে যাবার জন্য বলে। কিন্তু প্রদীপ বিশ্বাস ও সুব্রত বিশ্বাস মহাদেবকে মারধর শুরু করে। এতে মহাদেব রক্তাক্ত হয়। সঙ্গে সঙ্গে আহত মহাদেবকে উদয়পুর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাতেই রাধাকিশোরপুর থানায় সমস্ত ঘটনা জানিয়ে মামলা দায়ের করা হয় প্রদীপ বিশ্বাস ও সুব্রত বিশ্বাসের বিরুদ্ধে বলে জানান তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।