Saturday, January 25, 2025
বাড়িরাজ্যবিদ্যালয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে আহত পঞ্চম শ্রেণীর ছাত্র

বিদ্যালয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে আহত পঞ্চম শ্রেণীর ছাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : বিশালগড় অফিসটিলা দ্বাদশ শ্রেনী বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আহত পঞ্চম শ্রেণীর ছাত্র। আহত স্কুল ছাত্রের নাম নয়ন সাহা। জানা যায় দীর্ঘদিন ধরে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শৌচালয়ের বিদ্যুতিক বোডটি ভেঙ্গে রয়েছে। যার কারণে বিদ্যুতিক বোডের তার এবং সুইচ গুলি বিপদজনক ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। মঙ্গলবার সকালে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃবিভাগের পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন সাহা বিদ্যালয়ের বাথরুমে গেলে শৌচালয়ের ভাঙ্গা বিদ্যুতিক বোর্ডটির সংস্পর্শে আসে ছাত্রটি।

ঘটনাস্থলে আহত হয়ে ছাত্রটি মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসছে আহত ছাত্রের মা-বাবা। পরে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান আহত ছাত্রের মা। তবে জানা যায় বিদ্যালয়ে বিদ্যুতিক বোডটি এতটা ভয়াবহ অবস্থা থাকার পরও শিক্ষক-শিক্ষিকাদের কোনরকম তৎপরতা লক্ষ্য করা যায়নি। ঘটনার পর শিক্ষক শিক্ষিকারা দায় এড়ানোর চেষ্টা করছে। যদি প্রাণহানির ঘটনা হতো তাহলে এর দায়ভার কে নিতো প্রশ্ন উঠেছে জনমনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য