স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : মঙ্গলবার বিশালগড় বাজারে অভিযান চালায় মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি। ব্যাপক অনিয়ম পেয়ে বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল আধিকারি, মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিক। জানা যায় বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ব্যাপক অনিয়ম করে চলেছে। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে এদিন মহকুমা শাসকের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাজারের মুদির দোকান, বেকারি এবং ফল সবজির দোকানে অভিযান চালায়।
খতিয়ে দেখেন দ্রব্যমূল্য। লক্ষ্য করেন অধিকাংশ দোকানে দ্রব্যমূল্যে কোন সাইনবোর্ড নেই। এবং বেকারীর মধ্যে গিয়ে দেখা গেছে খাবারের প্যাকেটের উপর লেখা আগামী ৩০ দিন পর্যন্ত খাবারটি নষ্ট হবে না। কিন্তু কবে নাগাদ এই খাবারটি তৈরি করা হয়েছে সে বিষয়ে কোনো উল্লেখ নেই। আর লক্ষ্য করা গেছে অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে তৈরি করা হচ্ছে খাবার। এই ব্যবসায়ীদের অনিয়মের জন্য গত এক সপ্তাহ আগে সতর্ক করা হয়েছিল। তারপরও শুধরায়নি বাজারের একাংশ ব্যবসায়ী। তাই এদিন অভিযানে নেমে মা কালী মিষ্টান্ন ভান্ডার, শিব সুন্দর বেকারী সিল করে দেওয়া হয়। এবং যেসব দোকানের সামনে খাবার মূল্যের সাইনবোর্ড নেই তাদের অবিলম্বে সাইনবোর্ড লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয় বলে জানেন মহাকুমার শাসক। এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান মহকুমা শাসকের নেতৃত্বে প্রতিনিধি দলটি।