স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : আমবাসা থানাধীন বেত বাগান এলাকার নাকা পয়েন্টে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দশ লক্ষ হাদিস টাকার শুকনো গাঁজা আটক হয়েছে। জানা যায় পুলিশ এদিন তল্লাশির সময় আগরতলা থেকে TR-01-BF-0275 নম্বরের একটি গাড়ি যাওয়ার সময় আটক করে তল্লাশি চালায়। গাড়ির গোপন চেম্বার থেকে মোট ৮৯ পেকেটে ১০৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
যার বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। এবং সাথে সাবথিক দেব্বর্মা ও ভয়ার দেব্বর্মা নামে দুই যুবককে আটক করা হয়। তাদের বাড়ি সিধাই থানা এলাকায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় কুমারঘাটে নিয়ে যাচ্ছিল এই গাঁজা। পুলিশ ধৃত দুইজনের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা নেয় এবং আগামীকাল তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে ধলাই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।