স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : মানব পাচারের করিডোর হয়ে গেছে ত্রিপুরা। সীমান্তে বিএসএফ জওয়ানরা পাহাড়া থাকার পরেও অবাধে চলছে প্রবেশ। এবং এই পাচার চক্রের সাথে জড়িত পান্ডাদের জালে তুলতে ব্যর্থ হচ্ছে পুলিশ।
আবারোত্রিপুরার সীমান্ত কাজে লাগিয়ে বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছে দুজন। মঙ্গলবার পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ থেকে কাজের সন্ধানে এসে কর্নেল চৌমুহনী এলাকায় একটি হোটেল ছিল। পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে। পশ্চিম আগরতলা থানার তদন্তকারী পুলিশ অফিসার জানায়, আগরতলা শহরে বিভিন্ন হোটেলে তারা কাজের সন্ধানে ঘোরাফেরা করছিল। পুলিশের কাছে এই খবর আসামাত্র পুলিশ তদন্তে নামে। বাংলাদেশের কাছ থেকে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বাংলাদেশ রাঙ্গামাটি এলাকা থেকে দুই যুবক অবৈধভাবে সাব্রুম এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে। এবং কাজের সন্ধানে কর্নেল চৌমুহনী এলাকায় একটি হোটেলে যায়। সেখান থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করে পশ্চিম থানার পুলিশ। তবে পুলিশ মূল পান্ডাকে জালে তুলতে পারবে কিনা সেটাই এখন বড় বিষয়। ধৃত দুজনের নাম অনু সাসিং মারমা এবং তুই সাসিং মারমা।