স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : আর্থিক নয় ছয় এবং মোটা অংকের বিনিময়ে ত্রিপুরার নাম করে বহি রাজ্যের ছেলেমেয়েদের খেলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছিল রূপক দেব রায়ের বিরুদ্ধে। ক্রীড়া ক্ষেত্রে একাধিকবার রূপক দেব রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়ে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়েরা তার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত করেছে।
তাদের অভিযোগ ছিল বেআইনি ভাবে অর্থ রোজগার এবং খেলোয়াড়দের প্রাপ্য অর্থ বাগিয়ে নিচ্ছে এই রূপক দেব রায়। জুনিয়ার পদে থাকা রূপক দেব রায় এই অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ ক্রিড়া সংগঠক ও খেলোয়াড়দের। এরই পরিপ্রেক্ষিতে রূপক দেব রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় জেলা ও দায়রা আদালতে। মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। তারই মধ্যে আদালতের বাইরে দাড়িয়ে রূপক দেব রায়ের শাস্তির দাবীতে সোচ্চার হয় ক্রিড়া সংগঠক ও খেলোয়াড়েরা। তাদের বক্তব্য আয়ের চাইতে রূপক দেব রায়ের সম্পত্তির পরিমাণ ১১১ শতাংশ বেশী বলে প্রমাণিত হয়ে গেছে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের বক্তব্য আইনই পারে খেলোয়াড়দের বঞ্চণা দূর করে , ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে। আদালতের রায়ের মুখাপেক্ষী তারা। এই ধরনের অভিযুক্তদের শাস্তি প্রদানের মাধ্যমে আগামী দিনে খেলা ধূলার মানোন্নয়ন ঘটবে বলে আশা ব্যক্ত করেন ক্রিড়া সংগঠনের প্রতিনিধিরা।