Thursday, January 23, 2025
বাড়িরাজ্যভিলেজ কমিটির নির্বাচনের জন্য রাস্তায় নামবে মথা

ভিলেজ কমিটির নির্বাচনের জন্য রাস্তায় নামবে মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই :মনিপুরে যে অনুসন্ধান হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে হতে দেওয়া হবে না। আগে তিপ্রাসা। তারপর ধর্ম এবং জাতপাত। কিন্তু ষড়যন্ত্র তিপ্রাসাদের ভাঙার জন্য যে চলছে সেটা কখনো সফল হতে দেওয়া হবে না। শুক্রবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি বলেন, গ্রেটার তিপরাল্যান্ডের দাবি থেকে তিপ্রাসারা সরে আসেনি। এই দাবি নিয়ে সরকারের উপর রীতিমতো চাপ বজায় রাখবে।

 তিনি এদিন ২০২৩-২৪ বিধানসভা বাজেট অধিবেশনের প্রসঙ্গ টেনে বলেন বাজেটের বরাদ্দ অর্থ থেকে মাত্র ২ শতাংশ। এটা ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের সাথে অন্যায় হয়েছে। এর জন্যও সরকারের উপর চাপ বজায় রাখবে মথা। ভিলেজ কমিটির নির্বাচন কেন করা হয়নি তার জন্য মামলা রুজু হয়েছে। এবং দ্রুত ভিলেজ কমিটির নির্বাচন সংগঠিত করার জন্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করার বিষয়ে প্ল্যানিং সেশনে আলোচনা হয়েছে বলে জানান প্রদ্যোত কিশোর দেববর্মন। এবং আগামী দিনে আন্দোলন কর্মসূচি করে দাবি আদায় করার জন্য প্লেনিং সেশনে সিদ্ধান্ত হয়েছে ব্লক স্তর থেকে শুরু করে জেলা এবং কেন্দ্রীয় কমিটির মধ্যে ব্যাপক রদ বদল করার। আরো সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক জেলায় একটি করে তিপ্রা মথার দলীয় কার্যালয় তৈরি করার বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এ ডি সি -র চেয়ারম্যান জগদীশ দেববর্মা, দলের সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য