স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : বিদ্যুৎ নিগমের কর্মীদের অসাবধানতায় ত্রিপুরার উচ্চ আদালত সংলগ্ন লিচুবাগান এলাকায় বিদ্যুতের ছোবলে গুরুতর আহত দম্পতি। আহতরা হল ব্রিজেস দেবরায় ও রিংকু পাল দেবরায়। আহত দুজন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় লিচুবাগান এলাকায় বেশ কিছু দিন ধরে বিদ্যুৎ-এর সমস্যা চলছে। আচমকা বিদ্যুৎ পরিবাহী তারে ওভার ভোল্টিস চলে আসে।
এই নিয়ে নিগমের কর্মীদের বারে বারে অবগত করার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না। এরই মধ্যে রবিবার সকালে ব্রিজেস দেবরায়ের স্ত্রী রিংকু পাল দেবরায় নিজ ঘরে পাখা চালাতে গিয়ে হাত দিয়ে পাখা ধরার সাথে সাথে বিদ্যুৎ-এর ছোবলে আহত হয়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হয় স্বামী ব্রিজেস দেবরায়। এই ঘটনার পর দমকল বাহিনীর কর্মী ও পুলিশকে খবর দেওয়া হলেও কেউই ঘটনাস্থলে যায় নি। ব্রিজেস দেবরায় জানান পরবর্তী সময় তিনি চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন দম্পতি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভূমিকায় ক্ষোভে পুষছে এলাকার লোকজন।