স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : বক্সনগর আর.ডি ব্লকের অন্তর্গত বক্সনগর, সোনামুড়া ও বিশালগড়ে একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন কয়েক শতাধিক গাড়ি চলাফেরা করে, কিন্তু সংস্কারের কোন উদ্যোগ নেই দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরের। এই রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন সময় গাড়ি ও বাইকের দুর্ঘটনা ঘটছে। এক গাড়ি চালক বলেন, বক্সনগর বিশালগড় রাস্তার অবস্থা খুবই বেহাল দশায় পরিণত হয়ে আছে। এক মিনিটের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে।
পথচারীরা জানান এই রাস্তার অবস্থা খুবই করুণ। এই বেহাল রাস্তাটি নিয়ে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন বিশালগড় নিচের বাজার থেকে বক্সনগর যাওয়ার পথে চেলিখলা এলাকার পর্যন্ত রাস্তাটির ৯০ শতাংশ অবস্থা খুবই বেহাল। সংস্কারের অভাব রয়েছে বলে তিনি অকপটে স্বীকার করেন। পাশাপাশি তিনি বলেন রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে। এর জন্য টেন্ডার হয়ে গেছে। ১ কোটি ৯৮ লাখ টাকা কাজের ওর্ডার দেওয়া হয়েছে। বিশালগড় নিচের বাজার থেকে চেলিখলা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা সমাধান হবে। রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে বক্সনগর বিধানসভার বিধায়ক সামসুল হক বলেন গত দুমাস পূর্বে বক্সনগর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অফিসে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নেতৃত্বে এক উন্নয়নমূলক বৈঠক হয়। বৈঠকে তুলে ধরা হয় বিশালগড় – সোনামুড়া মোট ৪৫ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থার কথা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছিলেন তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার হয়নি। রাস্তারটি দ্রুত সংস্কার হলে ভালো হবে বলে আশা রাখতে পারেন তিনি। এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগানো হয়।