স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : মুখ্যমন্ত্রীর সাব্রুম সফরকালে আটক ৮ বাংলাদেশি নাগরিক। শুক্রবার সাব্রুম অটোস্ট্যান্ড থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। ধৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা। মহিলাদের মধ্যে এক শিশুও রয়েছে।
ধৃতদের আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। সাব্রুম থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে সাব্রুম অটো স্ট্যান্ড থেকে সন্দেহ ভাজন বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছে। তিনি আরও জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অনুমান করা হচ্ছে ধৃতরা ত্রিপুরার বাইরে ছিল। তারা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রাজ্যে এসেছে। তাঁদের সাথে যুক্ত থাকার সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে জানান তিনি।