স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : দীর্ঘ ১৫ দিন অতিক্রান্ত হয়ে গেলেও কুমারঘাটে উল্টো রথ ঘিরে যে মর্মান্তিক দুর্ঘটনা সংগঠিত হয়েছে তার তদন্ত এক কদম এগোতে দেখা যায়নি। আহত ও নিহিতদের পরিবারের শুধু মাত্র সান্তনা আর আর্থিক সহযোগিতাই মিলেছে গত ১৫ দিনে। কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনার ডি এম পর্যায়ে
তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে তা সামনে আনছে না সরকার। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ঘটনার পর মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে বহু হাই প্রোফাইলের লোকদের জুতো ছিড়ছে আহত ও নিহিতদের খোঁজখবর নিতে। ব্যতিক্রম হয়নি মঙ্গলবার। ঘটনার ষোলো দিনের মাথায় মন্ত্রী সুধাংশু দাস জিবি হাসপাতালে ছুটে যান। রথ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে যে পাঁচজন হাসপাতালে বর্তমানেও চিকিৎসাধীন তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে আহত পাঁচজনের পরিবারের হাতে ১৫ হাজার টাকা করে তুলে দেন মন্ত্রী। তিনি বলেন যারা মারা গেছে তাদের জন্য কিছু করার নেই, কিন্তু আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে। যদিও আহত ও নিহিতদের পরিবারের লোকজনেরা সেদিনের ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দাবি তুলছে। সরকারকে এই বিষয় নিয়ে বিধানসভায় পর্যন্ত বিরোধীদের কাছে জবাবদিহি হতে হয়েছে। কিন্তু তদন্তের ফাইল কতটা খুলেছে তা নিয়ে সংশয় রয়েছে।