স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : গত সাত জুলাই ত্রিপুরা বিধানসভায় মানুষের আত্ম সামাজিক এবং অর্থনৈতিক দিশা দেখাতে বাজেট পেশ করা হয়েছে। কিন্তু যে বাজেট পেশ হয়েছে তা দিয়ে বেকার ও কর্মচারী বঞ্চনার কোন সমাধান হবে না। এটা জনবিরোধ বাজেট। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যের উন্নয়নের দিশা দেখাতে পারবে না এই বাজেট। এই বাজেট নিয়ে যারা রাস্তায় নেমে সরকারকে ধন্যবাদ জানাচ্ছে তাদের অবস্থা এ.টি.এম থেকে টাকা তুলে এ.টি.এম -কে ধন্যবাদ জানানোর মতো। সরকারের এই জনবিরোধী বাজেটের জন্য রাজ্যের জনগণ নিঃশ্বাস নিতে পারবে না। তাহলে সরকারকে আবার কিসের ধন্যবাদ, প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন, বিগত দিনে এই সরকার বাজেটে যে উন্নয়নমূলক কর্মসূচির কথা উল্লেখ করেছিল এর অধিকাংশই বাস্তবায়ন হয়নি। এবং মানুষ এই সরকারের দুঃখ দুর্দশা কারণে পরিবর্তনের দিকে দিন দিন এগোচ্ছে বলে দাবি করেন আশীষ কুমার সাহা। তিনি সরকারের উদ্দেশ্যে দাবি করেন জনস্বার্থে উন্নয়নমূলক বাজেট সামনে নিয়ে আসার জন্য। এবং সরকার যে জনগণের স্বার্থের পরিপন্থী বাজেট পেশ করেছে তা কোনভাবেই কংগ্রেস সমর্থন করে না বলে জানান। সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফলাং সহ অন্যান্যরা।