স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : শহরের যানজট নিরসনের জন্য কর্মযজ্ঞ করে চলেছে ট্রাফিক প্রশাসন। কারণ স্মার্ট সিটিতে সবচেয়ে বড় অন্যতম সমস্যা হয়ে উঠেছে ট্রাফিক জ্যাম। মানুষ সঠিক সময় মত গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারছে না। আর এই সমস্যা নিয়ে মানুষ রীতিমত তিতি বিরক্ত। মঙ্গলবার ত্রিপুরা ট্রাফিক ইউনিটের উদ্যোগে মেলার মাঠের এগিয়ে চল সংঘের মাঠে বটতলা ও নাগেরজলার বিভিন্ন ধরনের গাড়ির চালক, মালিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক সচেতন মূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন ট্রাফিক ইউনিটের এস পি মানিক লাল দাস, কর্পোরেটার জাহ্নবী দাস চৌধুরী, অভিজিৎ মল্লিক, অল ত্রিপুরা মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তুষার কান্তি চক্রবর্তী সহ অন্যানরা। জনগণের জন্য সচেতনতা মূলক অনুষ্ঠান করার ক্ষেত্রে শহরের ১০ টি স্থানকে প্রথম অবস্থায় বেছে নেওয়া হয়। তার মধ্যে পঞ্চম স্থান হচ্ছে এগিয়ে চল সংঘ। শহরে অবৈধ পার্কিং এর ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যায়। একই সঙ্গে তিন মাসের জেল ও জরিমানা হতে পারে। এই সম্পর্কে সকলকে অবগত করা হচ্ছে। তারপর প্রয়োজনে ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ। জনগণকে পরিষেবা প্রদান করা ট্রাফিকের দায়িত্ব। জরিমানা আদায় এবং শাস্তি প্রদান করা এটা ট্রাফিক পুলিশের প্রধান কাজ নয়। ট্রাফিক ব্যবস্থা যাতে সুচারু ভাবে চালিত হয় তা নিশ্চিত করাই ট্রাফিক কর্মীদের দায়িত্ব। কিন্তু এই ক্ষেত্রে সচেতন নাগরিকের সহযোগিতা কাম্য বলে জানান ট্রাফিক এস পি মানিক লাল দাস।