স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হল ঘরে আয়োজিত এদিনের শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। রক্তদান শিবিরে মেয়র বক্তব্য রেখে বলেন, ২০১৮ সালে সরকার পরিবর্তনের সাথে সাথে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্র বড় পরিবর্তন এসেছে। এখন রাজ্যে বড় বড় অপারেশন সম্ভব হচ্ছে। এবং এই অপারেশনের পর রোগীদের যে রক্তের প্রয়োজন হচ্ছে সেই রক্তের ঘাটতি মেটাচ্ছে একটা বড় অংশে রক্তদাতা।
আগামী দিনেও তারা এভাবে রক্তের ঘাটতি মিটিয়ে মানুষের প্রাণ বাঁচাবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। আয়োজিত শিবিরে মেয়র আরো বলেন, আগে মানুষ চিকিৎসার প্রয়োজন হলেও রাজ্যের বাইরে যেতে পারত না। কিন্তু বর্তমানে কম খরচে রাজ্যে উন্নত চিকিৎসা মিলছে বলে জানান মেয়র। রাজ্যের চিকিৎসকেরা পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। নিজেদের পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক কর্মসূচী বাস্তবায়িত করছে। রক্তের সঙ্কট মেটাতে তারাও দায়িত্ব নিয়েছে। রক্তের কোন বিকল্প নেই বলে জানান মেয়র দীপক মজুমদার। আয়োজিত শিবিরে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন এ জি এম সি-র চিফ ম্যাডিকেল সুপার ডাঃ সঞ্জীব দেববর্মা, আই এম এ- রাজ্য শাখার সভাপতি, সম্পাদক সহ সদস্যরা।