স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : কথায় আছে ঠেলার নাম বাবাজি। অবশেষে দপ্তরের চাপে পরে বিশালগড় থানার ওসি বাদল সাহা বিশালগড়ের কুখ্যাত নেশাকারবারি সাগর দাসকে গ্রেপ্তার করল। নেশা কারবারি সাগর দাসের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারায় বিশালগড় থানায় একাধিক মামলা রয়েছে। কিন্তু সে পলাতক ছিল। রবিবার ভোরে চাপে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এন.ডি.পি.এস ধারায় বিশালগড় থানায় দায়ের হওয়া দুইটি মামলার মূল অভিযুক্ত ছিল সাগর দাস।
কিন্তু সে পুলিশকে ম্যানেজ করে বিশালগড় মহকুমা জুড়ে বুক ফুলিয়ে নিজের নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। যতটুকু খবর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এই বিষয়টি জানতে পেরে বিশালগড় থানার ওসি বাদল সাহার বেতন বন্ধ করে দেন। তারপরই নড়ে চড়ে বসেন ওসি বাদল সাহা। একাধিক নাটকের পর রবিবার ভোরে ফের এক নাটক মঞ্চস্থ করে কুখ্যাত নেশা কারবারি সাগর দাসকে জাঙ্গালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। বিশালগড় থানার ওসি জানান দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সাগর দাস। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত সাগর দাসকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।