স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : বৃদ্ধার গলি থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের করে গ্রেপ্তার টমটম চালক। পরে বৃদ্ধা ও তার পরিবারের সদস্যরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনা রাজধানীর মন্ত্রীবাড়ি রোড এলাকায়। জানা যায়, মন্ত্রীবাড়ি রোডের বাসিন্দা গৌরি দাস তার ব্যক্তিগত কাজে একটি চশমার দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
সেই সময় এক টমটম চালক এসে মহিলাকে সহযোগিতা করার জন্য গড়িতে উঠতে বলেন। বৃদ্ধা তার কথায় সম্মতি প্রকাশ করে টমটম করে পোষ্ট অফিস চৌমুহনী ফলের দোকানে যান। কিন্তু দোকান বন্ধ পেয়ে গিরিধারী মিষ্টির দোকানের বিপরীতে অপর একটি ফলের দোকানের সামনে থেকে ফল ক্রয় করে। তারপর বাড়ি ফেরেন। টমটম চালক বৃদ্ধ গৌড়ি দাসকে কথায় জ্বালে ফুসলিয়ে ব্যাগ গুলি বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা জানায়। বাড়ির সামনে পৌছুতেই গলার হার ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় জেরে আতঙ্কিত হয়ে পরেন পৌড়া গৌরি দাস। বাড়ি ফিরে স্বামীকে বিষয়টি জানান। তারপর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত টমটম চালক সঞ্জয় কর্মকারকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করে স্বর্ণের চেইনটি। তার বাড়ি রামনগর এলাকায়। সোমবার তাকে কোর্টে তোলা হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক। তার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।