স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : পারিবারিক ঝামেলার জেরে আক্রমণে গুরুতর আহত এক যুবক। ঘটনা শনিবার গাভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন খামতিংবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৈদ্যুতিক তার লাগানকে কেন্দ্র করে বাড়ির দুই পরিবারের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়।
আর এই ঝামেলার জেরে আচমকাই বেধড়ক মারধরে গুরুতর আহত হয় ছিনতাই দেববর্মা নামের এক যুবক। অভিযোগ তাকে গুলতাই সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। পরবর্তীতে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ছিনতাই দেববর্মা নামের এই যুবককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহত যুবক চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনার খবর পেয়ে, খামতিংবাড়ি এলাকায় পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। এবং ঘটনার তদন্ত শুরু করে।