স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : দাবি পুরনের জন্য উচ্চশিক্ষা দপ্তর ও রাজ্য সরকারকে ৭ দিনের সময় সীমা বেঁধে দিল অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম। রবিবার ফোরামের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে ফোরামের রাজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক অভিযোগ করেন রাজ্যের সাধারন ডিগ্রি কলেজ গুলিতে এই বছর অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে ভর্তির ফি। ভর্তির ফি বৃদ্ধি করার ফলে বহু ছাত্র-ছাত্রী কলেজে ভর্তির জন্য ফি জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই নিয়ে ফোরামের পক্ষ থেকে ৩ জুলাই উচ্চ শিক্ষা দপ্তরে ডেপুটেশান প্রদান করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তর কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায় নি। তাই সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ভর্তির ফি হ্রাস করে সকলে যেন কলেজে ভর্তি হতে পারে তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে ৭ দিনের সময় সিমা বেধে দিল ফোরাম। পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পের অধিন বিদ্যালয় গুলিতে পরিকাঠামো উন্নয়নের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফি আদায় করা বন্ধ করার দাবি জানানো হয় ফোরামের পক্ষ থেকে।