স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : বিজেপি দলের পূর্ব কলাবাড়িয়া প্রধানের স্বামী সহ তার সাঙ্গ পাঙ্গরা বেধরক ভাবে মারধর করল কৃষক সভার বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদকের ভগ্নিপতিকে। বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান কৃষক সভার নেতা বাবুল দেবনাথ ও বিধায়ক দীপঙ্কর সেন সহ সিপিআইএম -এর অন্যান্য নেতৃত্ব।
এই আক্রমনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বাম নেতারা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বাজার সেরে বাড়িতে বাড়িতে যাওয়ার সময় আক্রমনের শিকার হয়ে গুরুতর আহত হন কৃষক সভার সম্পাদক বাবুল দেবনাথের ভগ্নিপতি গোপী দেবনাথ। বিলোনিয়া মনুর মুখের তেঁতুল গাছ তলার এলাকায় গোপী দেবনাথের উপর মারমুখী আক্রমনের ঘটনাটি ঘটে। থানায় মামলা করা হয় পূর্ব কলাবাড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধানের স্বামী লক্ষন দে সহ তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে। আহত গোপী দেবনাথ একজন পাম্প অপারেটর হিসেবে চিত্তামারা রামনগর এলাকার এল এস পি -তে কর্মরত। ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পরেই গোপি দেবনাথের কাছ থেকে পাম্প অপারেটরের কাজ জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টার জেরে হুমকি সহ বার বার আক্রমন করে বলে অভিযোগ। এমনকি একসময় এল এস পিতে তালা ঝুলিয়ে দিয়ে বিজেপি নেতৃত্বরা পাম্প অপারেটর কাজ থেকে বের করে দিয়েছিল বলে অভিযোগ। পরে এই মামলা গড়ায় উচ্চ আদালতে। উচ্চ আদালতের রায়ের পরও পঞ্চায়েত কর্তৃপক্ষ বিভিন্ন তাল বাহানা দেখিয়ে গোপী দেবনাথকে পাম্প অপারেটর কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এরই মধ্যে শনিবার রাতেও এই পাম্প অপারেটর কাজ ছিনিয়ে নেওয়ার জন্য এই আক্রমন করে বলে জানান গোপী। এছাড়া প্রধানের স্বামী সহ সাঙ্গপাঙ্গদের উপর আরো অভিযোগ রয়েছে এই আক্রমনের সময় গোপীর কাছ থেকে টাকাও ছিনতাই করে নিয়ে যায়।