স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : ৬ দিন ধরে নিখোঁজ অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী। পুলিশ নিখোঁজ স্বামীকে খুঁজে বের করে দিতে পারছে না। তাই শুক্রবার অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের কার্যকর্তারা এক ডেপুটেশন প্রদান করেন অরুন্ধতী নগর থানায়। জানা যায় সংগঠনের কার্যকর্তা আল্পনা দাসের স্বামী বিমল দাস ছয় দিন যাবত নিখোঁজ।
থানায় অভিযোগ জানালেও এখনোও কোনো ধরনের সদুত্তর পায়নি পরিবারটি। তাই সংগঠনের এক প্রতিনিধি দল এডি নগর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে কথা বলে ডেপুটেশন প্রদান করেন। দাবি জানান ২৪ ঘন্টার মধ্যে বিমল দাসকে খুঁজে বের করতে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী। তিনি জানান সরকারের প্রতি আস্থা রয়েছে তাঁদের। কিন্তু এই ক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোন সদুত্তর দিতে না পারায় ক্ষোভ জানান তিনি। জানা গেছে নিখোঁজ বিমল দাস পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বারি আগরতলা পুর নিগমের ৩৮ নাম্বার ওয়ার্ডের গজারিয়া গ্রামের ক্যাম্পের বাজার সংলগ্ন সিপার্ড এলাকায়।