Friday, January 24, 2025
বাড়িরাজ্যবিধানসভায় ২৭৬৫৪.৪ কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি ৬১১.৩ কোটি টাকা

বিধানসভায় ২৭৬৫৪.৪ কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি ৬১১.৩ কোটি টাকা



আগরতলা, ৭ জুলাই (হি.স.): ত্রিপুরা বিধানসভায় আজ ২০২৩-২৪ অর্থ বছরের ২৭৬৫৪.৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তার মধ্যে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৬১১.৩ কোটি টাকা। ২০২৩ -২৪ অর্থবছরে বাজেটে মূলধন ব্যয় অনুমান করা হয়েছে ৫৩৫৮.৭০ কোটি টাকা। ত্রিপুরা সরকারের বাজেটে মোট ১৩টি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশন শুরু হয়েছে। এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন, এবার ২০২৩-২৪ অর্থবছরে ত্রিপুরা সরকার অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যতবাদী এবং বৃদ্ধি ভিত্তিক বাজেট পেশ করেছে। ত্রিপুরা রাজ্যের সকল অংশের জনগণের সুযোগ সুবিধা কথা মাথায় রেখে বাজেট পেশ করেছে।

এদিন তিনি আরও বলেন, ২০২২-২৩ অর্থ বর্ষে ত্রিপুরার জিএসডিপি ছিল ৮.৮০ শতাংশ, যা জাতীয় স্তরে ৭.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরে ত্রিপুরার অর্থনীতি প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করে বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা সহ ১৩টি নতুন পরিকল্পনার প্রস্তাব বাজেটে রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সাত হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন মিশন প্রকল্পের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।তাছাড়া মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে নতুন পরিকল্পনার প্রস্তাব বাজেটে পেশ করা হয়েছে । এই যোজনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ১০০ জন ছাত্রীদের একটি করে স্কুটি প্রদান করা হবে।

তাছাড়া যুবকদের কাজে দক্ষ করার জন্য মুখ্যমন্ত্রী দক্ষিণ উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকা এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য