স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : বি.এস.এফ এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ২০০ কেজি শুকনো গাঁজা। ঘটনা মধুপুর থানাধীন রাধানগর ১ নং ওয়ার্ড এলাকায়। মধুপুর থানার পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ এবং কমলাসাগর স্থিত বিএসএফ ১৫০ নম্বর বাহিনীর জওয়ানরা রাধানগরের জু্বার আলীর বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ৯ টি বস্তায় মোট ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। সাথে গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক জুবার আলীকে। মধুপুর থানার পুলিশ এন.ডি.পি.এস ধারায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা এর সাথে জড়িত রয়েছে আরও অনেকে। সুস্থ তদন্তে বের হয়ে আসবে বাকিদের নাম।