স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বিচারপতি শুভাশিস তলাপাত্র নাম সুপারিশ করেছে। বুধবার কলেজিয়াম একই সঙ্গে আরও ৬ টি হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সুপারিশ করে। ওড়িশা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি এস মুরলীধর এবছরের আগস্ট মাসে অবসরে যাবেন। সেখানে বিচারপতি শুভাশিস তলাপাত্র দায়িত্ব নেবেন।
বিচারপতি শুভাশিস তলাপাত্র ২০১১ সালের ১৫ নভেম্বর গৌহাটি হাইকোর্টে নিযুক্ত হন। ২০১৩ সালে আলাদাভাবে ত্রিপুরা হাইকোর্ট স্থাপিত হওয়ার পর এখানেও কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন তিনি। তারপর ২০২২ সালে ১০ জুন ওড়িশা হাইকোর্টে বদলি হন তিনি। তখন থেকে সেই হাইকোর্টেই তিনি বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন।