স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকার নন্দলাল নমঃ দাস ওরফে মন্টুর কোন এক বিষয়কে কেন্দ্র করে বাড়ির সকলের সঙ্গে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পরিবারের লোকজনদের চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনাস্থলে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। তবে আশ্চর্যজনক ভাবে ওই যুবকের মৃতদেহ এলাকাবাসী সহ পরিবারের লোকজন মিলে পুলিশ আসার আগেই নামিয়ে ফেলে। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে মৃত যুবকের সারা শরীরে রক্তের ছাপ থাকায় মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে খুব নাকি আত্মহত্যা তার স্পষ্ট হবে তদন্তে।