স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : নাবালিকা মেয়ের সঙ্গে অসংলগ্ন অবস্থায় পুলিশের হাতে আটক এক লম্পট যুবক। আটককৃত যুবকের নাম বাপন ভদ্র। ঘটনা বিশালগড় বাইপাস সড়কে। জানা গেছে বিশালগড় ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেনীর এক ছাত্রীকে বাইপাস রাস্তার নির্জন এলাকায় নিয়ে গিয়ে শারিরীক সম্পর্ক করার চেষ্টা করে বাপন নামে এই যুবক।
তখনই স্থানীয়ারা দেখতে পেয়ে আটক যুবককে পুলিশের হাতে তুলে দেয়। বিদ্যালয় চলাকালীন সময়ে নাবালিকা ছাত্রীর বিদ্যালয় থেকে বের হয়ে গিয়ে অন্যত্র পুলিশের হাতে আটক হওয়ার বিষয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দেবনাথের কাছে জানতে চাইলে তিনি এই ব্যপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেননি। এমনিতেই বিশালগড় বাইপাস রাস্তায় চুরি, ছিনতাই থেকে শুরু করে নানা অপকর্ম সংগঠিত হওয়ার অভিযোগ উঠে নিত্যদিন। এমতাবস্থায় বিদ্যালয় থেকে ছাত্রী কিভাবে বের হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।