স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : বিশালগড় রঘুনাথপুর এলাকায় এলাকাবাসীর হাতে আটক এক কুখ্যাত চোর। পরে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা যায় বেশ কয়েক মাস ধরে রঘুনাথপুর এলাকায় মানুষের বাড়ি ঘরে চুরি ঘটনা ঘটেই চলেছে। চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ রঘুনাথপুর এলাকার বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে লোহার ব্রীজের সামগ্রী চুরি করার সময় এলাকার জনগণ তাকে আটক করে। খবর পাঠায় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চোরকে নিজেদের হেপাজতে নেয়। আরো জানা যায় রঘুনাথপুর এলাকায় এক যুবক চুরি সাথে জড়িত রয়েছে। তবে পুলিশের উপস্থিতির আচ পেয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। এলাকাবাসী জানায় নেশায় আসক্ত হয়ে বিভিন্ন বাড়িতে চুরি কান্ড সংঘটিত করে যাচ্ছে তারা। আর নেশার টাকার যোগান দিতেই চুরির ঘটনা এলাকা জুড়ে বৃদ্ধি পেয়েছে বলে জানায় স্থানীয়বাসিন্দারা।